বীরগঞ্জে আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে সমর্থন চেয়ে মতবিনিময় সভা
প্রকাশিত: ১১:৩৬ পি এম , ০৬ জানুয়ারী ২০২১


মতবিনিময়ের আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের বহুল পরিচিত, বিভিন্ন সময়ে দলীয় আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক, এই এলাকার গনমানুষের পরীক্ষিত প্রবীন নেতা মোঃ তাইজুল ইসলাম নিজেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেতে দল মত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষের সমর্থন ও দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আমিন,অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দসহ দল মত নির্বিশেষে ৭নং ওয়ার্ডের কয়েকশত সাধারণ মানুষ উপস্থিত থেকে ও হাত উত্তোলন করে তাদের জনপ্রিয় নেতা তাইজুল ইসলামকে সমর্থন জানান।