গ্রন্থমেলা ১৮ মার্চ
প্রকাশিত: ০৬:০৮ পি এম , ৩০ জানুয়ারী ২০২১

করোনা পরিস্থিতির কারণে বইমেলা অনলাইনে হবে কি-না এমন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হচ্ছে। আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। এ বিষয় নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
মহাপরিচালক বলেন, এখনো ঠিক হয়নি। তবে ইচ্ছা আছে রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত। যদি কোনো আপত্তি উঠে সেটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিরি ওপর সেটা বিবেচনা নেবে।
করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় এ বছরের অমর একুশে গ্রন্থমেলা বাতিলের পরিকল্পনা করেছিল বাংলা একাডেমি। তবে শেষ মুহূর্তে এসে জানা গেল এবারও গ্রন্থমেলা হবে। তবে মেলা ফেব্রুয়ারিতে নয়, হবে মার্চে। অমর একুশে গ্রন্থমেলার জন্য ১৮ মার্চ নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, আশা করি, মেলাকে ঘিরে আনন্দ কমবে না।’ মেলা মার্চে শুরু হলেও আগেরও মতো এক মাস মেলা চলবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।