ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেরা ৮০০-তে নেই বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৩:৫১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:৫১:৪৯ অপরাহ্ন
সেরা ৮০০-তে নেই বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং-২০২৫ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। এতে সেরা ৮০০-তে নেই বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি প্রকাশিত মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে সেরা ৮০০ এর মধ্যে না থাকলেও এর পরে তালিকায় আছে দেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, প্রতি বছর শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করে শিক্ষা সাময়িকীটি।

তালিকা থেকে জানা গেছে, র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়া ১০০১ থেকে ১২০০ এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে ১৫০০ এর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও তৃতীয় স্থানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এর পর যথাক্রমে আছে, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও ইয়েল বিশ্ববিদ্যালয়।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ