রাজশাহীতে ইলিশের এক টুকরো কেনার নতুন সুযোগ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১০-২০২৪ ১০:৩৫:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১১:৫১:২২ অপরাহ্ন
রাজশাহীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে কেটে ইলিশ মাছ বিক্রি করা হবে। কেউ চাইলে তার চাহিদা মতো এক টুকরা ইলিশও কিনতে পারবেন।
রাজশাহীতে কেনা যাবে এক টুকরা ইলিশ
রাজশাহীর বাজারগুলোতে ইলিশের এক টুকরো কেনার সুবিধা পাওয়া যাচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের জন্য আশীর্বাদস্বরূপ। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ এবং এর জনপ্রিয়তা দেশের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ইলিশের দাম এতটাই বেড়েছে যে অনেকের পক্ষেই পুরো মাছ কেনা সম্ভব হচ্ছে না।
রাজশাহীর কিছু বাজারে এখন ইলিশ মাছ ভাগে ভাগে টুকরো হিসেবে বিক্রি করা হচ্ছে। এই বিক্রয় প্রক্রিয়াটি ক্রেতাদের জন্য বেশ সুবিধাজনক, কারণ তারা তাদের সামর্থ্য অনুযায়ী টুকরো কিনতে পারছেন এবং বাড়িতে ইলিশের স্বাদ উপভোগ করতে পারছেন। এই উদ্যোগটি ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই লাভজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাছাড়া, বিক্রেতারা বলছেন, এইভাবে মাছ বিক্রি করার ফলে তাদেরও লাভ বাড়ছে, কারণ পুরো মাছ কিনতে না পারা ক্রেতারা এখন ইলিশের এক বা দুই টুকরো কিনতে পারছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স