নীলফামারী জেলার তরুণ উদ্যোক্তা প্রজেক্টের উদ্যোগে আজ ১০ই অক্টোবর বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং উষ্ণ আবহাওয়ার প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন প্রজেক্টের লিডার মো: রাশেদুজ্জামান জিহাদ।
বর্তমান সময়ে উষ্ণ আবহাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে এবং সবুজায়ন বৃদ্ধি করতে তরুণ উদ্যোক্তা প্রজেক্ট নীলফামারী এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মো: মিরাজ ইসলাম, মো: সাদিক হাসান রিফাত, মো: রাব্বী ইসলাম, মো: তানভীর আহমেদ রিলয়, শাহরিয়ার নাফিস, মো: ইয়ামিন ইসলাম, মো: নাফিউল ইসলাম রিশাদ, সোহানি, বর্ষা, আদিবা, নিশি, কুয়াশা ইমরাজ মীমসহ অন্যান্য সংগঠকরা।
সংগঠনের কার্যক্রম
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ উদ্যোক্তা প্রজেক্ট নীলফামারী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সংগঠনের সদস্যরা জানান, তারা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। সংগঠনের লিডার মো: রাশেদুজ্জামান জিহাদ বলেন, “পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। আমরা চাই তরুণ প্রজন্মকে এর গুরুত্ব বোঝাতে এবং পরিবেশ সুরক্ষায় তাদের আরও বেশি সম্পৃক্ত করতে।”
নীলফামারীতে তরুণ উদ্যোক্তা প্রজেক্টের এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV Admin