মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১০-১০-২০২৪ ০৬:৩৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ০৪:১১:৫৫ অপরাহ্ন
মালয়েশিয়ার এসআইএলসি শিল্প পার্কে একটি রাসায়নিক পণ্যের গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।
স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের পর আগুন লাগে ওই কারখানাগুলোতে। বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হলেও কারখানা থেকে বের হতে সক্ষম হন। যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছেন তাদের শরীরের ৩০ শতাংশ পুড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফয়েজ সুলেমান জানিয়েছেন, বেলা ১১টা ৩৩ মিনিটে তাদের এই অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয়। চার ঘণ্টাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানা বা গুদামে পেইন্ট থিনার থাকায় তা থেকে আরও বিপদের আশঙ্কা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Admin News
কমেন্ট বক্স