ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার আনন্দে ভাসছে দিনাজপুরের জগদল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১০-২০২৪ ১১:০৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৪:১১:৩০ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজার আনন্দে ভাসছে দিনাজপুরের জগদল
প্রতি বছর মতো এবারও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদল পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এটি দিনাজপুর জেলার সবচেয়ে বড় পূজা মণ্ডপ হিসেবে পরিচিত। 

সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবটি অত্যন্ত ধর্মীয় আচার-আচরণের মাধ্যমে পালন করেন। গত বছরের মতো এ বছরও পূজা মণ্ডপের চারপাশে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দুই কিলোমিটার রাস্তা জ্যাম হয়ে গেছে। প্রত্যেক বারের মতো, পূজার প্রথম দিন থেকে শুরু করে দশমী পর্যন্ত চলছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা অর্চনা এবং ধর্মীয় আচার।




সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগদল সর্বজনীন পূজা মণ্ডপ এবছর তাদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। সবার মধ্যে এই আনন্দের উৎসবের জন্য রয়েছে অফুরন্ত উন্মাদনা ও সঙ্গীতের আওয়াজ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদল পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনে উপচে পড়া ভিড়। ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দু জগদল পূজা মণ্ডপে চলছে নানা অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ