ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় বিজয়া দশমীতে ভক্তদের ভিড়: বিদায়ের সুরে মুখর মণ্ডপ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১২-১০-২০২৪ ১০:৫১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১০:৫১:৫০ অপরাহ্ন
দিনাজপুর জেলার খানসামায় শারদীয় দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে মণ্ডপগুলো ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। খানসামার কেন্দ্রীয় পূজা মণ্ডপ সহ আশেপাশের মণ্ডপগুলোতে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে, যাদের সবার মনে একটাই সুর—মা দুর্গার বিদায়ের সুর।

নবমীর আলোকসজ্জা ও উৎসবের আমেজ
নবমী তিথিতে খানসামার মণ্ডপগুলো ছিল আলোর ঝলমলে আয়োজনে পূর্ণ। ঢাকের তালে তালে নাচ, সঙ্গীত, এবং ভক্তদের কণ্ঠে মা দুর্গার বন্দনা ধ্বনিত হয়েছিল। নবমীর রাত যেন একটি আলোর মেলায় পরিণত হয়েছিল, যেখানে ভক্তরা উপভোগ করেছেন পূজার শেষ মুহূর্তগুলো। আলোকসজ্জা, পুষ্পার্চনা এবং ধর্মীয় গান-গানিতে মুখরিত ছিল পুরো এলাকা।

তবে নবমীর উৎসবের রেশ কাটতে না কাটতেই বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে শুরু হয়েছে মা দুর্গার বিদায়ের আয়োজন। খানসামার কেন্দ্রীয় পূজা মণ্ডপে ঢাকের তালে তাল মিলিয়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে। ভক্তদের চোখে জল, মনে স্মৃতি, এবং পুজোর শেষ মুহূর্তের বিষাদময়তা। মা দুর্গার বিদায় যেন মণ্ডপের আলোকে নিভিয়ে দিয়ে যাচ্ছে।

বিজয়া দশমীর দিনে মণ্ডপগুলোতে ছিল যেন এক বিষাদময় পরিবেশ। মায়ের বিদায়ের সাথে সাথে, মোমবাতির মৃদু আলোয় মণ্ডপগুলো ঢেকে গিয়েছিল। ঢাকের তালে আর ভক্তদের মনের প্রার্থনায় বিদায়ের সুর ফুটে উঠেছে। "আসছে বছর আবার হবে"—এই আশায় পূর্ণ হলো খানসামার ভক্তদের মন।

তবে বিষাদের মধ্যেও ভক্তরা নতুন আশায় বুক বাঁধছেন। আসছে বছর আবার হবে, পূজার উৎসবে মা দুর্গা ফিরে আসবেন, নতুন উৎসবের আমন্ত্রণ নিয়ে। খানসামার প্রতিটি মণ্ডপে বিদায়ের সুরের সাথে সাথে প্রার্থনা করা হয়েছে ভক্তদের নতুন আশার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ