ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৬:৫৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৬:৫৯:৫৯ অপরাহ্ন
ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান
মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। 
 
এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রী দেখা গেছে সিনেমাতেও। ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য কেমন পাত্র চান তিনি। অভিনেত্রীর কথায়, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন। 



শোবিজাঙ্গনে কাজ করলেও ধর্মের প্রতি দূর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে প্রিয়াঙ্কার ইচ্ছে, ধার্মিক কোনো ছেলে পেলে বিয়ে করে অভিনয় জগতও ছেড়ে দিবেন। 
 
প্রিয়াঙ্কা বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব। অভিনেত্রী আরও বলেন, বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব। ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই নামাজ পড়েছেন। বিষয়টি নাকি পরবর্তীতে তাকে জানিয়েছেন। 

শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না বলেও দাবি এই অভিনেত্রীর। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ