তেজগাঁওয়ে আইপিএস থেকে মসজিদে আগুন
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৫-১০-২০২৪ ০৮:২৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৪ ০৮:২৩:০১ অপরাহ্ন
রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকায় বাইতুল ফালাত জামে মসজিদে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আমরা আগুনের খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, চারতলা ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করছি— আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় আইপিএসের ব্যাটারি ও পাঁচটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত নেই বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স