ফাইনালের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
১৬-১০-২০২৪ ১০:২৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৪ ১০:২৬:৪৭ অপরাহ্ন
ওমানের মাটিতে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর থেকে। আসন্ন টুর্নামেন্টটির জন্য গত রোববার বাংলাদেশের দল ঘোষণা করেছিল বিসিবি।
ইমার্জিং এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন আকবর আলী। এ ছাড়া ফাইনাল খেলার স্বপ্নে বিভোর দলটিতে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছেন।
এশিয়া কাপ খেলতে আজ (বুধবার) রাত ৯টা ৫০ মিনিটে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে দুপুরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অধিনায়ক আকবর ফাইনাল খেলার লক্ষ্য জানান গণমাধ্যমে, ‘দ্বিপক্ষীয় সিরিজের চেয়ে এসব টুর্নামেন্ট সব সময়ই চ্যালেঞ্জের। আমার মনে হয় টেস্ট খেলুড়ে দেশ বাদে বাকিরা জাতীয় দল নিয়েই খেলবে। সব মিলিয়ে টুর্নামেন্ট চ্যালেঞ্জিং হবে। যারা কন্ডিশন মানিয়ে নিয়ে নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারবে, তারাই এগিয়ে থাকবে। ইনশা-আল্লাহ ২৭ তারিখে ফাইনাল খেলার চেষ্টা করব।’
বাংলাদেশ ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে। পরবর্তীতে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে আকবর আলীর দল। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল : আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
রিজার্ভ হিসেবে আছেন– জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স