বিদ্যুৎ-বিচ্ছিন্ন ফেনী, পুলিশ হেফাজতে জিএম
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৭-১০-২০২৪ ০৬:৫৪:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৪ ০৬:৫৪:১৮ অপরাহ্ন
বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী প্ল্যাটফর্মের আন্দোলনে ব্ল্যাকআউটের মুখে পড়েছে ফেনী। এ ঘটনায় ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার চার লাখ গ্রাহক। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্নের ব্যাপারে জানতে তাকে (জিএম) থানায় আনা হয়েছে। তার সঙ্গে এ বিষয়ে কথা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স