ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাস শুরুর দিনেই তিন সুবিধা পাচ্ছেন জবির নবীন শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৭:১৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০৭:১৪:১৬ অপরাহ্ন
ক্লাস শুরুর দিনেই তিন সুবিধা পাচ্ছেন জবির নবীন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন নবীন শিক্ষার্থীরা। সেগুলো হলো- একটি আইডি নম্বর, আইডি কার্ড ও একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল।
 
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য ও জবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ। তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবে। যা আমরা আগে প্রথম দিনেই দিতে পারিনি। শিক্ষার্থীরা ক্লাস শুরুর দিনেই বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর ও আইডি কার্ড ও একটা ইনস্টিটিউশনাল ই-মেইল পেয়ে যাবেন। যা আগে আবেদন করে নিতে হতো।

আইটি দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড ও প্রাতিষ্ঠানিক ই-মেইল পাবেন। অতীতে আমরা এত দ্রুত কোনো ব্যাচকে কার্ড দিতে পারিনি। আবার আগে প্রাতিষ্ঠানিক ই-মেইল পেতে আবেদন করতে হতো। এবারই প্রথম দ্রুততার সঙ্গে তা বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ