ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দর সড়কে যানজটের কারণ: দুর্ঘটনা ও সমাধানের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৫:৩৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৫:৩৯:০১ অপরাহ্ন
বিমানবন্দর সড়কে যানজটের কারণ: দুর্ঘটনা ও সমাধানের চেষ্টা
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর মহাখালী থেকে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা সাপ্তাহিক ছুটির দিনেও জনসাধারণের জন্য সমস্যা সৃষ্টি করছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, এই যানজটের মূল কারণ হলো জোয়ারসাহারা বি আর টিসি বাস ডিপোর সামনে নিকুঞ্জ পাম্পের আউটগোয়িং-এ একটি ১৮ চাকার হেভি লোডেড লরির দুর্ঘটনা। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে আটকে যায় এবং রেকার দিয়ে সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এখন ক্রেনের মাধ্যমে লরিটি সরানোর চেষ্টা করা হচ্ছে, তবে তাও এখনও সফল হয়নি। ফলে বিমানবন্দর সড়কে এক লেন ছাড়া গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না, যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ বিকল্প উপায়ে পরিস্থিতি সমাধানের চেষ্টা চালাচ্ছে।

যানজটের এই পরিস্থিতিতে যাত্রীদের জন্য যাতায়াতের সময় নির্ধারণে সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ