ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তাবলিগ জামাতের ইজতেমা: চাঁদপুরে মুসল্লিদের ঢল ও জুমার নামাজ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৫:৪৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৫:৪৯:৫০ অপরাহ্ন
তাবলিগ জামাতের ইজতেমা: চাঁদপুরে মুসল্লিদের ঢল ও জুমার নামাজ
চাঁদপুরে শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত তাবলিগ জামাতের জেলা ইজতেমায় ১৫ হাজারের বেশি ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। এই ইজতেমা বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরা অংশগ্রহণ করেছেন।

নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বি হজরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার আমবয়ানের মাধ্যমে শুরু হওয়া এই ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একত্ববাদ এবং রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক ও আখিরাত নিয়ে আলোচনা হয়। তিনি আরও জানান, আগামীকাল শনিবার যোহরের আগেই আখেরি মোনাজাতের মাধ্যমে এই জেলা ইজতেমা শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ