ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানির ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৬:০৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৬:০৭:৪৪ অপরাহ্ন
জার্মানির ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ
জার্মানির ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণনানা আয়োজনের মধ্য দিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইনে শুরু হয়েছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা। বিশ্বের অন্যতম বৃহৎ এ বইমেলার এবারের আসরের মূল প্রতিপাদ্য ‘ফ্রাঙ্কফুর্ট কলিং’। ৭৬তম এ আসরে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রও অংশগ্রহণ করেছে।
 
মেলায় বাংলাদেশের রাজনৈতিক পটভূমি, শিল্প সাহিত্য, গবেষণাসহ নানা পর্যায় ও বিষয়ের ওপর লিখিত বই বাংলাদেশের স্টলে স্থান করে নিয়েছে। বই নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহও বেশ। মেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন বার্লিনে বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল, ঢাকা থেকে আসা বাংলাদেশের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক, লেখক ও কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি, অনুবাদক লেখক ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। এসময় বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. গোলাম রাব্বিসহ দূতাবাসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে ইউরোপের আরেক দেশ ইতালি। তবে দেশটি থেকে সরকারের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে সমালোচনায় মুখর থাকা লেখক ও সাহিত্যিকরা মেলায় অংশ নিতে না পারা নিয়ে ব্যাপক ধুম্রজালের সৃষ্টি হয়েছে। ইতালির উদারপন্থি কবি ও লেখকদের দাবি বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাদের রাজনীতির মাঠে পথের কাঁটা মনে করছেন।

এর আগে বুধবার মেলার উদ্বোধন করেন জার্মানির সংস্কৃতি প্রতিমন্ত্রী ক্লাউডিয়া রোথ। এবারের মেলায় বিশ্বের নানা দেশের হাজারো লেখক ও সাহিত্যিকদের পাশাপাশি ১০০টির বেশি দেশের চার হাজারেরও বেশি পরিবেশক, প্রদর্শক এবং মুদ্রক অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এ মেলায় থাকছে কয়েক লাখ দর্শনার্থী ও পাঠক, ক্রেতা ও বিক্রেতা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ