ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৬:৫৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০৬:৫৯:২৮ অপরাহ্ন
এবার মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটা দল সাকিববিরোধী অবস্থান নিয়েছিল। সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলে তাঁরা বক্তৃতা-বিবৃতিও দিয়েছেন। সাকিবকে বাদ না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে বিসিবি বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।

আজ দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করে একটি দল আবার মিরপুর স্টেডিয়ামের সামনে সাকিবের পক্ষে দাঁড়িয়েছেন। ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ হ্যাশট্যাগ দেওয়া একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগান দিয়েছেন সেই সমর্থকেরা। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’। বাংলাদেশ দল তখন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিল। বৃষ্টির কারণে স্টেডিয়ামের ইনডোরে ব্যাট-বলের অনুশীলন করছিলেন নাজমুলরা। এদিকে মাঠের বাইরে সাকিব সমর্থকদের স্লোগানে মুখর ছিল মিরপুর। বাংলাদেশ দলের অ্যানালিস্ট মহসিন খান স্লোগান শুনে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন।২ নম্বর গেটের সামনে এসে দাঁড়িয়ে ছিলেন কৌতূহলী মহসিন। এক সাংবাদিককে হইচইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন, ‘ওরা কি সাকিবের ভক্ত?’ উত্তর শুনে নিজের মোবাইল বের করে সমর্থকদের স্লোগান ভিডিও করতে থাকেন জাতীয় দলের কোচিং স্টাফের এই সদস্য।

এ ঘটনার কিছুক্ষণ আগেই ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দলে সাকিবের জায়গায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে সুযোগ দেওয়ার ঘোষণা আসে।

অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী এই স্পিনার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যেই মিরপুর টেস্ট সাকিবের বিদায়ের মঞ্চ হওয়ার কথা ছিল, সেটি হয়ে উঠল মুরাদের দলে ফেরার উপলক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ