ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরের ১৭ তম আদিবাসী ফুটবল টুর্নামেন্ট: সংস্কৃতি ও ক্রীড়ার মিলন

মোঃ জাহিদ হাসান
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০৮:১৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৩৫:৩৯ অপরাহ্ন
দিনাজপুরের ১৭ তম আদিবাসী ফুটবল টুর্নামেন্ট: সংস্কৃতি ও ক্রীড়ার মিলন
দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সবচেয়ে বড় ১৭ তম আদিবাসী ফুটবল টুর্নামেন্ট, যা আগামীকাল বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পশ্চিম রাংগালীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি আদিবাসী চাষী ক্লাব আয়োজিত এবং আদিবাসী সম্প্রদায়ের ০৮ টি দল এতে অংশ নেবে।

এই টুর্নামেন্টটি ক্রীড়ার পাশাপাশি আদিবাসী সংস্কৃতির প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা জানান। স্থানীয় সাঁওতাল সম্প্রদায় মনে করছেন, এটি তরুণদের প্রতিভা প্রদর্শনের এক বিশেষ সুযোগ, যা তাদের ক্রীড়া দক্ষতার উন্নয়নে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা। আয়োজকরা আশা করছেন, এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও জোরদার হবে।

টূর্ণামেন্টে সভাপতিত্ব করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩ নং শতগ্রাম ইউনিয়ন শাখার  ০২ নং ওয়ার্ড সভাপতি জনাব আব্দুস সাত্তার (মাস্টার), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সহকারী উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার জনাব খাইরুন নাহার। টূর্ণামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আদিবাসী চাষী ক্লাবের সভাপতি লক্ষীরাম মার্ডি।

সবাইকে এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে খেলার পাশাপাশি মিলনমেলার এক অনন্য আবহ তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ