ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাবি দক্ষিণ কোরিয়ার

রাশিয়ার হয়ে লড়াইয়ে সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৮-১০-২০২৪ ১০:৩৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১০-২০২৪ ১০:৩৯:১৫ অপরাহ্ন
রাশিয়ার হয়ে লড়াইয়ে সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ার হয়ে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করতে উত্তর কোরিয়া সৈন্য পাঠানো শুরু করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।
 
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকদিন আগে জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা যুদ্ধে যোগ দিতে পারে। এরপরই এমন তথ্য জানাল দক্ষিণ কোরিয়া।

এই ব্যাপারে কথা বলতে আজ শুক্রবার একটি নিরাপত্তা বৈঠক ডেকেছেন দক্ষিণের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। সেখানে সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সব কর্মকর্তা উপস্থিত থাকার কথা আছে। দেশটির গোয়েন্দা সংস্থা দাবি করেছে, যুদ্ধ করতে উত্তরের ১ হাজার ২০০ সেনা ইতিমধ্যে রাশিয়ায় পৌঁছেছেন। সামনে আরও যাবে। সবমিলিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে ১২ হাজার কোরিয়ান সেনা। রাশিয়াকে উত্তর কোরিয়া মিসাইলসহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে। যার প্রমাণ ইউক্রেনের পোলটাভা অঞ্চল থেকে পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষ থেকে মিলেছে। এবার তারা সরাসরি সেনা পাঠাতে যাচ্ছে।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক গত কয়েকমাসে আরও গভীর হয়েছে। গত সপ্তাহে উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় পুতিনকে ‘সবচেয়ে কাছের সহযোদ্ধা’ হিসেবেও অভিহিত করেন তিনি।

এদিকে ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়া শুধুমাত্র উত্তর কোরিয়ান সৈন্যদের নিয়ে একটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ