নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৮-১০-২০২৪ ১১:২৬:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৪ ১১:২৬:৫৮ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইবনে সিনা ফার্মাসিটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজন আহত হন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাসর-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স