ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক গ্রেপ্তার
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৯-১০-২০২৪ ০৯:০৪:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-১০-২০২৪ ০৯:০৪:১৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (তথ্য ও প্রযুক্তি) সাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।
শুক্রবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানিয়েছেন, সাকিল আহমেদ খিলক্ষেত থানায় দায়ের করা একটি মামলার ২ নম্বর আসামি। শুক্রবার রাত ৯টার দিকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানোর প্রস্তুতি চলছিল।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স