কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে যুবকের মৃত্যু
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২০-১০-২০২৪ ০৭:৩৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৪ ০৭:৩৮:৫১ অপরাহ্ন
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সায়মন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকেলে কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত সায়মন উখিয়া পালংখালী এলাকার শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
তিনি বলেন, বিকেলে বেড়াতে এসে কলাতলী পয়েন্টে গোসল করতে নামেন সায়মন। এক পর্যায়ে স্রোতের টানে তলিয়ে যান। কিছুক্ষণ পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ড বলেন, গোসল করতে নেমে সমুদ্রে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স