রাষ্ট্রপতির পদত্যাগ এর দাবিতে ছাত্র-জনতার র্যালি ও বিক্ষোভ বীরগঞ্জে
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২২-১০-২০২৪ ০৯:১৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৪ ০৯:৩৮:৫৮ অপরাহ্ন
২২ অক্টোবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বীরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জের প্রধান সড়কগুলোতে র্যালি বের করা হয় এবং শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা দাবি জানান যে, রাষ্ট্রপতির দ্বিমুখী এবং মুনাফেকি আচরণ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং তিনি অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এছাড়াও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রপতির স্বৈরাচারী মনোভাব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে প্রণীত নীতির বিরুদ্ধেও এই আন্দোলন। ছাত্র-জনতা এক দফা দাবিতে সরকারবিরোধী শক্তিশালী বার্তা প্রদান করে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
বিক্ষোভে বীরগঞ্জের সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য রাষ্ট্রপতির পদত্যাগ এখন সময়ের দাবি এবং এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত সঠিক ন্যায়বিচার নিশ্চিত হয়।
**প্রতিবেদক : মোঃ তানভীর হোসেন শাকিল
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স