ইমার্জিং এশিয়া কাপ
বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৬২
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২২-১০-২০২৪ ০৯:৩৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৪ ০৯:৩৬:১৭ অপরাহ্ন
হংকংকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপে শুভসূচনা করলেও, টানটান উত্তেজনাপূর্ণ পরের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল।
ফলে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি হয়ে পড়েছে বাঁচা-মরার লড়াই। এমনিতেই সাম্প্রতিক সময়ে এই দুই দলের লড়াই ভক্তদের বাড়তি রোমাঞ্চ জোগায়। যেখানে লঙ্কানরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে।
আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ (মঙ্গলবার) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচের দুটিতে জিতে আফগানিস্তান ‘এ’ দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।
যেখান থেকে শেষ দল হিসেবে যাবে আজকের ম্যাচে বিজয়ীরা। সেমিতে ওঠার লক্ষ্যে টস হেরে প্রথমে ফিল্ডিং করেছে বাংলাদেশ ‘এ’ দল।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স