রাজার রেকর্ড সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০৭:৫৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০৭:৫৯:৫০ অপরাহ্ন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। এবার সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করেছে রোডেশিয়ানরা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছে সিকান্দার রাজা। শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝর বইয়ে দেন দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৬২ রান। দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই দলীয় শত রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা।
তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ডিয়ন মেয়ার্স। ৫ বলে ১২ রান করেছেন তিনি। তবে চারে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সিকান্দার রাজা। অধিনায়ক পেয়েছেন ফিফটির দেখাও। ৩৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে করেছেন অপরাজিত ১৩৩ রান।
তাছাড়া রায়ান বার্ল করেছেন ১১ বলে ২৫ রান। আর ১৭ বলে অপরাজিত ৫৩ রান করেছেন ক্লিভ মাদান্দে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স