মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায় : তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
২৩-১০-২০২৪ ০৮:২০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১০-২০২৪ ০৮:২০:৩৯ অপরাহ্ন
হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার বর্তমান চিত্র তুলে ধরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
যেখানে এই তারকা বলতে চেয়েছেন, মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায়। আর মানুষ সেটাই বিশ্বাস করে যেটা তারা দেখে। অধিকাংশ সময়ই তারা পুরো সত্যটা জানার চেষ্টা করেন না।
মূলত মিডিয়া নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল একটি ছবি ফেসবুকে পোস্ট করেই এমনটা মন্তব্য করেছেন এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, মিডিয়াতে একটি ঘটনা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সেই ছবি উল্লেখ করে ফারিণ বলেন, ‘এটা খুবই শক্তিশালী একটি ছবি। মিডিয়া শুধুমাত্র আংশিক সত্য দেখায় এবং মানুষ যা দেখে তার ওপর ভিত্তি করেই বিচার করে। তারা পুরো সত্যটা জানারও চেষ্টা করে না।’
অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, ‘আমরা এমন একটি কঠিন সময়ে বসবাস করছি, যেখানে সবকিছুর প্রমাণ লাগে। যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে, তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। আর যদি থেকেও থাকে, তবুও সেটা কেউ দেখতে চাইবে না। কারণ এটা কোনো বিতর্কিত বা জুসি কোনো বিষয় নয়।’
এরপর পরোক্ষভাবে মিডিয়াকর্মীদের উদ্দেশ্য করে ফারিণ বলেন, ‘আল্লাহ আপনাদের হৃদয়কে সততা দিয়ে ভরে তুলুক, যাতে করে কোনো মিথ্যা গল্প-কাহিনী বিক্রি করে টাকা উপার্জন করতে না হয়।’
হঠাৎ অভিনেত্রী কেন এমন স্ট্যাটাস দিলেন, সেটার কারণ স্পষ্ট করেননি। তবে ভক্তদের কাছে এটা পরিষ্কার, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েই হয়তো মিডিয়ার চিত্র বোঝাতে চেয়েছেন তাসনিয়া ফারিণ
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স