ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর টেস্টে কারা এগিয়ে জানালেন আফ্রিকান স্পিনার

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৯:১১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৯:১১:২৩ অপরাহ্ন
মিরপুর টেস্টে কারা এগিয়ে জানালেন আফ্রিকান স্পিনার
ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা দেশে চলছে বৃষ্টির ঘনঘটা। সকাল থেকে মিরপুর শেরে বাংলার আকাশেরও মন ভার।

 যেকোনো সময় বৃষ্টি আসতে পারে সেটি মাথায় নিয়েই ব্যাট হাতে লড়ে গেলেন মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিক। সপ্তম উইকেটে দুজনের ১৩৮ রানের রেকর্ড জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে শত রানের লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।
 
তৃতীয় দিনের খেলা আলোক স্বল্পতায় বন্ধ হয়েছে নির্দিষ্ট সময়ের আগে। ২য় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড ৮১ রানের। ১৭১ বলে ৮৭ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে নাইম হাসান ২৮ বলে ১৬ রানে টিকে আছেন।

দিন শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার কেশব মহারাজ। এ সময় মহারাজ বলেন, ‘অবশ্যই বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে আজকে। কন্ডিশন কিছুটা ভালো হয়েছে মনে হয় যেহেতু বল কিছুটা পুরনো। তবে আমি এখনও মনে করি আমরা এগিয়ে আছি। অবশ্যই বাংলাদেশ লিডে রয়েছে। ৩ উইকেট এখনও হাতে তাদের। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে আমি এখনও মনে করি আমরা ভালো জায়গায় রয়েছি, প্রথম ইনিংসে ব্যাট হাতে আমরা যতটুকু ভালো করেছি সেসব বিবেচনায় নিয়ে।’

মহারাজ আরও বলেন, ‘আসলে গতকাল ৩ উইকেট তুললাম। এখন আজকে মেহেদী এবং জাকের আলী ভালো খেলেছে। 

আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছি। আমার মনে হয় না আমরা হালকাভাবে নিয়েছি, তারা অনেক বেশি ভালো খেলেছে। অবশ্যই এরকম পরিস্থিতিতে তাদের এমন ব্যাটিংয়ের জন্য কৃতিত্ব দিতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ