ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ মেম্বার ও মহিলা মেম্বার অপসারণ না করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০২:২৯:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০২:২৯:০২ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদ মেম্বার ও মহিলা মেম্বার অপসারণ না করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন
দিনাজপুরের বীরগঞ্জে আজ ২৪ শে অক্টোবর ২০২৪, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বারদের অপসারণের পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলার মহিলা মেম্বার উম্মে সাদিয়া সুলতানা সহ অন্যান্য মেম্বাররা। বক্তারা বলেন, "আমরা দলীয় প্রতীকে নির্বাচিত হইনি, তাই আমাদের অপসারণের পরিকল্পনা অযৌক্তিক। আমাদের সবার দাবি, আমরা আমাদের নির্বাচিত মেয়াদ, অর্থাৎ পাঁচ বছর, পূর্ণ করতে চাই।"




বক্তারা আরও বলেন, মেম্বারদের অপসারণের এ ধরনের উদ্যোগ গ্রামীণ এলাকার সেবা ও উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেম্বারদের প্রতি সমর্থন জানিয়ে তাদের পদে বহাল রাখার দাবি জানান।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়, যেখানে মেম্বারদের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে দেয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ