ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের সঙ্গে তুলনা নিয়ে মিরাজ, ‘তুলনা না করলেই ভালো’

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৩:০৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৩:০৭:৫৫ অপরাহ্ন
সাকিবের সঙ্গে তুলনা নিয়ে মিরাজ, ‘তুলনা না করলেই ভালো’
দু’জনের মধ্যে তুলনাটা বেশ আগে থেকেই চর্চিত হয়ে আসছে। মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজের মধ্যে তাই ভবিষ্যতের সাকিবের ছায়া দেখছেন অনেকেই। 

ঢাকা টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।

সাকিবের সাথে তুলনা নিয়ে মিরাজ বলেন, 'সবাই সবসময় একটা কথা বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর খেলেছেন, একজন লিজেন্ড প্লেয়ার। আমি মাত্র রান করা শুরু করেছি ১-২ বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে।'মিরাজ দলে অবদান রাখার চেষ্টার কথা জানিয়ে বলেন, 'উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আমার সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।' 

সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে বললেন মিরাজ, 'সাকিব ভাইর ইস্যু তো সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি কারও অজানা না। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের জন্য অনেক অর্জন আছে, অস্বীকার করতে পারব না কেউ। সবাই তার পাশে থাকা উচিত।'

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ