ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এসবি-পিবিআই ও শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হলেন যারা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৮:২৪:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৮:২৪:৩১ অপরাহ্ন
এসবি-পিবিআই ও শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হলেন যারা
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও শিল্পাঞ্চল পুলিশে নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপিকে পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে, পিবিআই প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে মো. মোস্তফা কামালকে এবং শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ছিবগাত উল্লাহকে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।  
প্রজ্ঞাপনে মোট ছয় পুলিশকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

তারা হলেন- মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, আবু নাছের মোহাম্মদ খালেদকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, খোন্দকার রফিকুল ইসলামকে এসবি প্রধান, মো. মোস্তফা কামালকে পিবিআই প্রধান, মোসলেহ উদ্দিন আহমদকে সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এবং মো. ছিবগাত উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সবাইকে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ