ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘এক ওভারে ৭ ছক্কা হাঁকানো’ আফগান ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৩:৫০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৩:৫০:৩৫ অপরাহ্ন
‘এক ওভারে ৭ ছক্কা হাঁকানো’ আফগান ব্যাটারকে দলে ভেড়াল রংপুর
আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকুল্লাহ অটল। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বলার মতো তেমন কিছু করতে না পারলেও আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। এবার তাকে দলে ভেড়াল রংপুর রাইডার্স।  

আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে। ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দমতো দল সাজিয়েছে। তবে এখনও সরাসরি চুক্তিতে দল ভারি করার সুযোগ রয়েছে। সেই সুযোগই কাজে লাগাল রংপুর রাইডার্স। আফগানিস্তানের ক্রিকেটার সেদিকুল্লাহ অটলকে দলে টানা নিয়ে তারা লিখেছে, 'রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!' 

দিন কয়েক আগে প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে হেড কোচ হিসেবে নিশ্চিত করেছিল রংপুর। এ ছাড়া দেশি বিদেশি বেশ কিছু তারকাকেও দলে যুক্ত করেছে রংপুর।

রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ