শেষ লগ্নে কাশবনে ধরা দিলেন তিশা
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
২৫-১০-২০২৪ ০৯:০৯:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৪ ০৯:০৯:৫৩ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাত প্রহরের কাব্য নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয়। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন।
সম্প্রতি এ অভিনেত্রী কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান কাশফুলের বনে লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে।’খোলা আকাশের দিকে তাকিয়ে রয়েছে তিশা এর মাঝে হাতে কাশফুল, কপালে ছোট্ট টিপ আর অভিনেত্রীর মিষ্টি হাসি বেশ মানিয়েছে। যেন ভক্তদের মনে ঝড় তুলবে। কাশফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন, চোখে মুখে বেশ উচ্ছ্বাস। লো মেকআপ লুক আর চোখের চাহনি অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নিজেকে নতুন ভাবে ধরা দিয়েছে। কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা। আনিকা ইসলাম নামে এক অনুরাগী লিখেছেন, ‘প্রিয় মানুষটাকে প্রিয় রং এর শাড়িতে দেখতে বেশ ভালোই লাগছে।’
রেশমি নামে আরেকজনের ভাষ্য, ‘আমি অবাক হয়ে দেখি আর ভাবতে থাকি। একটা মানুষ এতটা সুন্দর আর মায়াবী কীভাবে হয়। অনেক বেশি ভালোবাসি আপু।’ তামান্না লিখেছেন, ‘অপূর্ব সুন্দর হয়েছে ছবিগুলো।’
প্রসঙ্গত, ২০১০ সালের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা। এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স