দিনাজপুর জেলায় ঘূর্ণিঝড় ডানার আঘাতে কৃষির ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। প্রবল বাতাস ও টানা বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলের ধানসহ অন্যান্য ফসল ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ধানের শীষযুক্ত গাছগুলি ঝড়ো হাওয়ায় মাটিতে পড়ে যাওয়ায় কৃষকদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, যা তাদের জীবিকা ও ভবিষ্যত্ জীবনে বড় সংকট তৈরি করেছে।
খানসামা উপজেলার কৃষকদের মধ্যে অনেকেই জানিয়েছেন যে তাদের উৎপাদিত ধানের বড় অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কৃষকদের উপর এমন এক প্রভাব ফেলেছে যে তারা জীবিকার তাগিদে কাঁচা খড় হিসেবে ধান গাছ বিক্রির চেষ্টা করছেন, তবে বাজারে এর দাম খুবই কম। ফলস্বরূপ, আর্থিক সংকটে থাকা কৃষকরা আরো বেশি অসহায় অবস্থায় পড়েছেন।
কৃষকদের সহায়তা প্রদানের জন্য এবং তাদের আর্থিক সঙ্কট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানানো হয়েছে। সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পেলে কৃষকরা এই সংকট কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী। তবে কৃষকদের প্রাথমিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে।