ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গুদামে মিলল ৯০ বস্তা পলিথিন, জরিমানা-মুচলেকায় ছাড়া পেলেন ব্যবসায়ী

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৯:৪৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৯:৪৩:৪০ অপরাহ্ন
গুদামে মিলল ৯০ বস্তা পলিথিন, জরিমানা-মুচলেকায় ছাড়া পেলেন ব্যবসায়ী
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি গুদাম থেকে ৯০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাসুদ রানা নামে এক পলিথিন ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কেশরহাট ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ফুলশো গ্রামের গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা।

ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। তবে পলিথিনগুলোর ওজন মাপা হয়নি। জরিমানাপ্রাপ্ত মাসুদের কেশরহাটে পলিথিনের ব্যবসা আছে। তিনি অন্য কোথায় থেকে পলিথিনগুলো আমদানি করেছেন। এরপরে এখান থেকে তিনি বিক্রি করেন। তিনি মূলত কেশরহাটের ব্যবসায়ী। 

তিনি আরও বলেন, এ ঘটনায় মাসুদ রানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি এই মর্মে মুচলেকা দিয়েছেন যে, নিষিদ্ধ এই পলিথিনের ব্যবসা তিনি করবেন না।

 তিনি কাগজের তৈরি বিভিন্ন প্যাকেটের ব্যবসা করবেন। তাকে নজরদারিতে রাখা হবে যেন তিনি পলিথিনের ব্যবসা না করেন। বিষয়টি পরিবেশ অধিদপ্তরে জানানো হয়েছে। পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ