ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খুবির বাসচাপায় বিজিবি সদস্য নিহত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১১:১৪:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১১:১৪:২৭ অপরাহ্ন
খুবির বাসচাপায় বিজিবি সদস্য নিহত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাসচাপায় শেখ মুরাদ হোসেন নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, খালিশপুর বিআরডিসি রোডের খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাস চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক খুলনা ২১ বিজিবি সদস্য নায়েক শেখ মুরাদ হোসেন ছিটকে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (ব্রটডেড) মৃত ঘোষণা করেন।

নিহত বিজিবি সদস্যের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকায় বলে জানা যায়। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ সোমবার সন্ধ্যায় বিজিবির সদস্য মুরাদ মোটরসাইকেল চালিয়ে বিআইডিসি সড়ক দিয়ে নতুন রাস্তার দিকে যাচ্ছিলেন। 

এ সময় পেছনে থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় তিনি পড়ে যান। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ