ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেমস বন্ডের নারী সংস্করণে অভিনয়ের স্বপ্ন সামান্থার

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ০১-১১-২০২৪ ১০:৪১:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৪ ১০:৪১:০৯ পূর্বাহ্ন
জেমস বন্ডের নারী সংস্করণে অভিনয়ের স্বপ্ন সামান্থার
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন জেমস বন্ডের কোনো নারী সংস্করণে অভিনয় করা তার স্বপ্ন।  

বলিউড নায়িকাদের অ্যাকশন সিনেমাতে কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের এই স্বপ্নের  কথা জানান সামান্থা। অ্যাকশন ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, আনুষ্কা শেঠিদের প্রশংসাও করেছেন তিনি। ভারতে মুক্তি পেতে যাচ্ছে ‘সিটাডেল: হানি বানি’। হলিউডের মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন। ভারতীয় সংস্করণে নাম ভূমিকায় দেখা যাবে বরুণ ধওয়ান ও সামান্থাকে।  

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এই নতুন ধারার সিনেমাতে কাজ করতে পেরে আমি খুবই খুশি। আজকাল অনেক অভিনেত্রীই অ্যাকশন সিনেমাতে অভিনয় করছেন। আলিয়া করেছেন। ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফও করেছেন। দিশা, কিয়ারাও আজকাল এই ধরনের সিনেমা করছেন। কঙ্গনা রানাউত করেছেন। আনুষ্কা শেট্টিও অ্যাকশন করেছেন। মহিলারা ছবির নিয়ন্ত্রণ রাখছেন, এটা দারুণ বিষয়।এর আগেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন সামান্থা। তবে তার অভিমান যে, তার অধিকাংশ অ্যাকশন দৃশ্যেই সে বার কাঁচি পড়েছিল। এ বার আর তা ঘটবে না। ফলে খুশি সামান্থা। তিনি বলেন, এ বারে দৃশ্যগুলো রয়েছে। আমি খুশি। 

কেন এত অ্যাকশনের প্রতি আকর্ষণ নায়িকার? জবাবে সামান্থা বলেন, কে না চায় গোয়েন্দা গল্পে নিপুণ লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে! আমার তো মনে হয়, সব অভিনেতারই স্বপ্ন জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা। আমরা, অভিনেতারা এ নিয়ে সব সময় উত্তেজিত। অ্যাকশন সিনেমা করা খুবই আনন্দদায়ক। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ