নাম ফিরে পেল দিনাজপুর মেডিকেল কলেজ!
আপলোড সময় :
০১-১১-২০২৪ ১১:৩৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৪ ১১:৩৩:৫৭ অপরাহ্ন
আবার আগের নামেই ফিরে এসেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ। গত ৩০ অক্টোবর সরকারী এক প্রজ্ঞাপনে ‘এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ’ নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’ নামকরণ করা হয়। একই সাথে দিনাজপুরসহ দেশের ৬টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের নাম জেলার নামে নামকরণ করা হয়।
গত বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ডা. মোঃ সারোয়ার বারী’র সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানাযায়। প্রজ্ঞাপনে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর—এর নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিক্যাল কলেজ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর—এর নাম পরিবর্তন করে জামালপুর মেডিক্যাল কলেজ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল—এর নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর—এর নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিক্যাল কলেজ, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ—এর নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ এবং আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী—এর নাম পরির্তন করে নোয়াখালী মেডিক্যাল কলেজ নামকরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স