ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত্তোলন মঞ্চে তিন প্রজন্ম

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ০৪-১১-২০২৪ ১০:২৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৪ ১০:২৬:৩৭ অপরাহ্ন
ভারত্তোলন মঞ্চে তিন প্রজন্ম
ক্রিকেট ও শুটিং ছাড়া দেশের প্রায় সকল খেলার ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায়। ৫ আগস্ট পরবর্তী সময়ে এই ক্রীড়া এলাকাতেও ধাক্কা লেগেছে। সাম্প্রতিক সময়ে শুধু মাত্র ব্যাডমিন্টন ফেডারেশন র‍্যাংকিং টুর্নামেন্ট করেছে। আজ সিনিয়র ক্লাব প্রতিযোগিতা আয়োজন করেছে ভারত্তোলন। 

প্রতিযোগিতার প্রথম দিনে বালিকা বিভাগে সাতটি ওজন শ্রেণীতে খেলা হয়েছে। ৪৫, ৪৯, ৫৫ ও ৫৯ চার ওজন শ্রেণীতে রেকর্ডও হয়েছে। দিনাজপুরের মর্ডান বডিবিল্ডিং ক্লাবের রোকেয়া পারভীন সেরা নারী ভারত্তোলকের স্বীকৃতি পেয়েছেন। তিনি ৫৫ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৬০ কেজি ও ক্লিন জার্কে ৭২ কেজি মিলিয়ে ১৩২ কেজি উত্তোলন করে রেকর্ড করে প্রথম হয়েছেন। ৫৯ কেজিতে নড়াইলের আব্দুর রাজ্জাক শরীর চর্চা ভারত্তোলন ক্লাবের শাম্মী সুলতানাও রেকর্ড গড়েন। তিনি সাবেক জাতীয় তারকা ভারত্তোলক ও কোচ শাহরিয়া সুলতানা সূচির মেয়ে। নাতনি শাম্মীর খেলা দেখতে এসেছিলেন নানী রিজিয়া বেগম ও দাদী জহুরা বেগম। নাতনি রেকর্ড গড়ে প্রথম হওয়ার উজ্জ্বল সাক্ষী হয়েছেন তারাও। নানী-দাদী দুই জনই নাতনির এই সাফল্যে উচ্ছ্বসিত। 

শাম্মীর মা শাহরিয়া সুলতানা বলেন, 'এটা আসলে দারুণ এক মুহূর্ত। মা হিসেবে মেয়ের সফলতা দেখা এবং আমার মা-শ্বাশুড়িও তার নাতনির সাফল্য দেখছেন।' স্কুল পড়ুয়া শাম্মী ইতোমধ্যে জাতীয় পর্যায়ে ১১ টি পদক পেয়েছেন। এর মধ্যে সাতটি স্বর্ণ, দু'টি রৌপ্য ও দু'টি ব্রোঞ্জ পদক রয়েছে। আজ বালিকা বিভাগে সাত ক্যাটাগরির খেলায় সর্বোচ্চ পদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ক্লাব গাজীপুরের। সাবেক ভারত্তোলক ও কোচ মজিবুর রহমানের গড়া ক্লাব এটি। আশি উর্ধ্ব বয়সেও তিনি ভারত্তোলন শেখান গাজীপুর এলাকায়। তার কাছ থেকে ওজন তোলা শেখে অনেক ছেলে-মেয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে সার্ভিসেস সংস্থায় চাকরি নিয়ে। 

ভারত্তোলন ফেডারেশনের জিমনিশিয়ামে আগামীকাল সিনিয়র ক্লাব প্রতিযোগিতায় বালকদের খেলা। বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ সুইমিংপুলের বিপরীত ভবনে ভারত্তোলন জিমনিশিয়ামের খুব ছোট্ট কক্ষের মধ্যে চলছে এই টুর্নামেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ