ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিনা নোটিশে বন্ধ হলো আরেকটি সংবাদমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৪:২৩:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৪:২৩:৩৬ অপরাহ্ন
বিনা নোটিশে বন্ধ হলো আরেকটি সংবাদমাধ্যম
আকস্মিকভাবে কার্যক্রম বন্ধ ঘোষণা করে সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেট। বুধবার (৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে কর্মীদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংবাদকর্মীরা প্রতিষ্ঠানটির মালিকপক্ষের বিরুদ্ধে তাদের ছাঁটাই ও পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।

নিউজটাইম ডটনেটের কর্মীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি কোনো নোটিশ না দিয়েই তাদের কাজ বন্ধ করে দেয় এবং কর্মীদের আইনসংগত পাওনা পরিশোধের জন্য কোনো ধরনের আলোচনা চালায়নি মালিকপক্ষ। কর্মীরা বলেন, "একজন পোশাক কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিলে তাকে নোটিশ দেওয়া হয় এবং শ্রম আইনের অধীনে তার পাওনা পরিশোধ করা হয়। কিন্তু সংবাদকর্মীদের ক্ষেত্রে এমন নিয়ম মানা হয় না।"

এ সময় নিউজটাইম ডটনেটের বার্তা সম্পাদক মোতাহার হোসেন বুলবুল বলেন, "নিউজটাইম বন্ধের সিদ্ধান্ত জানানোর পর মালিকপক্ষ আমাদের পাওনা পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনায় সাড়া দেয়নি। শুধু সেপ্টেম্বর মাসের বেতন দিয়েই সব কর্মীকে অফিসে যেতে নিষেধ করা হয়েছে।"

এ ঘটনার পর প্রতিবাদ হিসেবে কর্মীরা দাবি করেছেন, সংবাদমাধ্যমের মালিকপক্ষকে অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নিউজটাইম ডটনেটের মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে শ্রমিকদের আন্দোলন শিগগিরই নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মীরা মানবিক সহানুভূতির পাশাপাশি তাদের আইনি অধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ