ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, নিহত ৪ জন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৪:৩২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৪:৩২:১৭ অপরাহ্ন
ময়মনসিংহ ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, নিহত ৪ জন
ময়মনসিংহের রহমতপুর বাইপাস এলাকায় অবস্থিত আজহার ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪-এ। বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে মৃত্যু হয় তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির।

তিনি ময়মনসিংহ নগরীর নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। গত সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোড করার সময় লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তোফাজ্জল হোসেনসহ চারজনের মৃত্যু হয়েছে। এর আগেই ঘটনাস্থলেই মারা যান হিমেল আহমেদ (৩২), এবং আবদুল কদ্দুস (৮৫) ও আবুল হোসেন (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত তোফাজ্জল হোসেনের বড় ভাই মো. সাইফ উদ্দিন জানিয়েছেন, তার ভাই গ্যাস স্টেশনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ধরনের তদন্ত বা মামলা এখনও দায়ের হয়নি, বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার সাধারণ জনগণ এবং কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একদিকে যেমন নিহতদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি দুর্ঘটনাটির পর ফিলিং স্টেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার যথাযথ মূল্যায়ন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ