ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে সড়কে যুবকের মাথা থেঁতলানো মরদেহ, পাশে মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৫:০৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৫:০৬:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটে সড়কে যুবকের মাথা থেঁতলানো মরদেহ, পাশে মোটরসাইকেল উদ্ধার
জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় সড়কে পড়ে থাকা মাথা থেঁতলানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে কালাই-মোকামতলা সড়কের পাশে পড়ে থাকা এ মরদেহটি দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম শাহিনুর রহমান (২৬), তিনি বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লা মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর তার শ্বশুরবাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের আপলাপাড়া গ্রামে বেড়াতে গিয়েছিলেন। বুধবার ভোর ৬টার দিকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাঁশের ব্রিজ এলাকার কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মাথা থেঁতলানো ছিল এবং শরীরেও ক্ষত চিহ্ন দেখা গেছে। পাশে পড়ে থাকা মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল।

কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, "মনে হচ্ছে কোনো ভারী যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে বা আশপাশে দুর্ঘটনাসংক্রান্ত কোনো যানবাহনের সন্ধান পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।" তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা এবং শোকাহত পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ