ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন
বাংলাদেশের সামনে ২৩৬ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সংগ্রহ ২৩৫, নবির অসাধারণ ইনিংস
বাংলাদেশের পেস আক্রমণের সামনে প্রথমে বিপর্যস্ত হলেও, মোহাম্মদ নবি ও হাশমতউল্লাহ শাহিদির ব্যাটিং নৈপুণ্যে ২৩৫ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। বুধবারের (৬ নভেম্বর) ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে ৩৫ রানে ৪ উইকেট হারানো সত্ত্বেও, শেষ পর্যন্ত ২৩৫ রান তুলতে সক্ষম হয় তারা।

তাসকিন-মুস্তাফিজের আগুনে বোলিংয়ে শুরুতেই ধাক্কা
ইনিংসের শুরুতেই বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপে ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। ইনিংসের দ্বিতীয় ওভারেই তাসকিন ফিরিয়ে দেন রহমানুল্লাহ গুরবাজকে, আর নিজের পরের ওভারে মুস্তাফিজ আউট করেন সেদিকুল্লাহ অটলকে। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৩৫ রানেই ৪ উইকেট খোয়ায় আফগানিস্তান।

শাহিদি-নবির প্রতিরোধ, ষষ্ঠ উইকেটে শতরানের জুটি
অভিজ্ঞ দুই ব্যাটার শাহিদি ও নবি এরপর ধৈর্যের সাথে খেলে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। ষষ্ঠ উইকেট জুটিতে ১০৬ রান যোগ করেন এই দুই ব্যাটার। শাহিদি ৫২ রান করে আউট হলেও নবি আরও কিছুটা এগিয়ে ব্যক্তিগত ৮৪ রান করেন।

বাংলাদেশি পেসারদের দুর্দান্ত পারফরম্যান্স
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান উভয়েই ৪টি করে উইকেট নেন। বিশেষ করে তাসকিন তার নিয়ন্ত্রিত বোলিং দিয়ে শুরু থেকেই চাপ তৈরি করতে সক্ষম হন, যা ম্যাচের সুর স্থাপন করে দেয়।

বাংলাদেশের লক্ষ্য ২৩৬
শেষদিকে নাঙ্গেয়ালিয়া খারোতের অপরাজিত ২৮ রানে ২৩৫ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। বাংলাদেশের সামনে এখন ২৩৬ রানের লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ