ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়োগ: প্রতিদিন ৪ ঘণ্টার শিফটে মিলবে ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১০:২৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১০:২৯:৩৯ অপরাহ্ন
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়োগ: প্রতিদিন ৪ ঘণ্টার শিফটে মিলবে ৫০০ টাকা

দেশের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দক্ষ জনবল বৃদ্ধির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের পার্ট-টাইম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান। এতে বলা হয়, শিক্ষার্থীরা প্রতিদিন দুই শিফটে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে পারবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি চার ঘণ্টার শিফটে শিক্ষার্থীরা ৫০০ টাকা পারিশ্রমিক পাবে।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, "সরকারি বিভিন্ন কাজের জন্য শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে। অনেক অযথা পদে অপ্রয়োজনীয় রাজস্ব ব্যয় হয়, যাদের কাজ খুবই কম বা নেই। এ উদ্যোগের মাধ্যমে সরকারি খরচ কমবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে।"

এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি নতুন কর্মসংস্থানের সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মদক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়া এফিশিয়েন্সি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণও বৃদ্ধি পাবে।

শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত করার মাধ্যমে জনমনে স্বস্তি আসার পাশাপাশি, কর্মক্ষমতার ক্ষেত্রেও একটি ইতিবাচক পরিবর্তন আশা করা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ