মগবাজারে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন সাথী আক্তার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১১-২০২৪ ১২:১৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৪ ১২:১৩:২৬ অপরাহ্ন
রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় মহিষের গুঁতোয় সাথী আক্তার (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। প্রতিবেশী জুয়েল জানান, আলম নামে এক কসাই সপ্তাহে একটি মহিষ জবাই করেন এবং সেই উদ্দেশ্যে মহিষটি তার বাসার সামনে বেঁধে রাখেন। ওইদিন সন্ধ্যায় মহিষটি হঠাৎ ছুটে গিয়ে গুঁতো দিয়ে সাথী আক্তারসহ চারজনকে আঘাত করে।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে, সাথীকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে শামসুর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে এবং নাদিয়ার পা ভেঙে গেছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) রূপন চৌধুরী জানান, মহিষের গুঁতোয় প্রাণ হারানো সাথীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স