ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেকারত্ব ও দুর্নীতিতে হতাশ তরুণরা, ৫৫ শতাংশই বিদেশে যেতে চান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
বেকারত্ব ও দুর্নীতিতে হতাশ তরুণরা, ৫৫ শতাংশই বিদেশে যেতে চান
দেশের বেকারত্ব, দুর্নীতি, এবং চাকরিতে বৈষম্যজনিত সংকটের কারণে ৫৫ শতাংশ তরুণই দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক এই গবেষণায় দেশের তরুণদের অবস্থা, মানসিক অবস্থা, এবং ভবিষ্যতের ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে করা এই গবেষণায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩,০৮১ জন তরুণের মতামত নেওয়া হয়েছে।

গবেষণায় উঠে আসে যে, ৪২ শতাংশ তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর জন্য দুর্নীতি, স্বজনপ্রীতি, এবং নিয়োগে বৈষম্যকে মূল কারণ হিসেবে দায়ী করেছেন। ২০১৫ সালের তুলনায় বর্তমান সময়ে দেশকে সঠিক পথে মনে করা তরুণের সংখ্যা ৬০ শতাংশ থেকে কমে ৫১ শতাংশে নেমে এসেছে, যা দেশের প্রতি তরুণদের আস্থার সংকটের ইঙ্গিত দেয়। শিক্ষার মান নিয়েও অসন্তোষ রয়েছে তরুণদের মধ্যে, যেখানে ৪৯ শতাংশ বলেছেন যে, কর্মবাজারের সঙ্গে মিল নেই বর্তমান শিক্ষাব্যবস্থার।

এছাড়াও, গবেষণায় দেখা যায় যে, ৪৪ শতাংশ তরুণ আগামী এক বছরে ব্যবসা শুরু করতে ইচ্ছুক। তবে নারীর স্বাধীনতা ও অধিকার নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ৩০ শতাংশ তরুণ মনে করেন নারীরা পুরুষদের সমান নন এবং ২৫ শতাংশ তাদের স্বাধীনতা প্রদানে বিরোধী।

অনুষ্ঠানে সরকারের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, সরকার দেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতি দায়িত্বশীল থাকার চেষ্টা করছে। বিশেষ অতিথি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও এ প্রসঙ্গে বলেন যে, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ