ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না: মাহমুদুর রহমানের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৪:১৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৪:১৫:২০ অপরাহ্ন
জুলাই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না: মাহমুদুর রহমানের বক্তব্য
‘জুলাই বিপ্লবে কোনো বিদেশি সমর্থন ছিল না’—এমনটাই জানালেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে লেখক সাহাদত হোসেন খানের ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, "আমাদের এই বিপ্লব ছিল সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ। আমরা কোনো বিদেশি শক্তির সহায়তায় এ বিপ্লব করিনি। জনতার শক্তিতে আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড়ানোর জন্য কাজ করছি। তাই যুক্তরাষ্ট্রে ট্রাম্প আসলো কিংবা কমলা হ্যারিস, তাতে আমাদের কিছুই আসে যায় না।"

জাতীয় সংহতি দিবস স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার স্বাদ মিলেছিল। সে বিপ্লবে আমরা ভারতের ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম। আজ আবার জনতা ও ছাত্র সমাজের নেতৃত্বে আমরা নতুন এক বিপ্লব অর্জন করেছি।"

এই অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, সাবেক সেনাপ্রধান (অব.) লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা এই বিপ্লবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং দেশীয় ও স্বাধীন পথ অনুসরণের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ