ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কানের দুল বন্ধক রেখে টিসিবির পণ্য কিনলেন ৭৫ বছর বয়সী গোলতাজ বেগম

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৬:৪০:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৬:৪০:১৫ অপরাহ্ন
কানের দুল বন্ধক রেখে টিসিবির পণ্য কিনলেন ৭৫ বছর বয়সী গোলতাজ বেগম
 চট্টগ্রামের জামালখান মোড়ে টিসিবির পণ্য নিতে দাঁড়িয়ে ছিলেন ৭৫ বছর বয়সী গোলতাজ বেগম। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করেছেন, কিন্তু তার জীবনযাত্রার গল্পটি অত্যন্ত হৃদয়বিদারক। গোলতাজ জানান, তার স্বামী অসুস্থ এবং ছেলে বেকার, ফলে সংসারের অবস্থা খুবই খারাপ। পরিবারের খরচ চালাতে তিনি তার মেয়ে এক জোড়া স্বর্ণের কানের দুল বন্ধক রেখে কিছু টাকা পেয়েছেন। এই টাকা দিয়ে তার বাজারের খরচ চলছে এবং সেই টাকায় আজ টিসিবির পণ্য কিনেছেন।

জামালখানে দাঁড়িয়ে থাকা প্রায় চারশো মানুষের মধ্যে গোলতাজ বেগমের মতো অনেকেরই আর্থিক কষ্টের কথা শোনা গেলো। রিকশাচালক মোহাম্মদ মুছা, যিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন, তিনিও সস্তা পণ্য সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তার মতো আরও অনেকেই দাঁড়িয়ে ছিলেন, কিন্তু পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের অনেককে।

পণ্যের সীমিত সরবরাহের কারণে জামালখান এলাকায় পণ্য সংগ্রহে অর্ধশতাধিক মানুষের কষ্ট বেড়ে গেছে। তবুও, সস্তা দামে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন চালাতে সংগ্রাম করছে।

টিসিবি লাইনের পণ্যের মূল্য তুলনা: টিসিবি ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি মসুর ডাল দিচ্ছে, যা বাজারমূল্যের তুলনায় প্রায় ৩৯০ টাকা সস্তা। যদিও অনেকেই লাইনে দাঁড়িয়ে দীর্ঘসময় ধরে পণ্য সংগ্রহ করছেন, কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে তাদের, কারণ প্রতিটি ট্রাকে সীমিত পরিমাণ পণ্য সরবরাহ করা হচ্ছে।

জামালখানের টিসিবি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর হতাশা প্রকাশ পেয়েছে, তবে তারা জানাচ্ছেন, "এটি তাদের একমাত্র উপায়, নাহলে বাজারের মূল্যে কিছু কেনা তাদের জন্য সম্ভব নয়।"

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ