‘জুলাই বিপ্লবকে’ সমুন্নত রাখতে ছাত্রদের করণীয়: হাবিপ্রবি সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের বক্তব্য
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১১-২০২৪ ০৯:৩০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৪ ০৯:৩০:৪৬ অপরাহ্ন
দিনাজপুর: ৭ নভেম্বর, বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নুর হোসেন হল মাঠে এক বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। "জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্র জনতার করণীয়" শীর্ষক এই সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তারিকুল ইসলাম, ও আবু সাঈদ লিওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তৃতায় হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, "সমন্বয়ক শব্দটি বর্তমানে তাদের কাছে গালিতে পরিণত হয়েছে।" তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তরুণ প্রজন্মের ক্ষমতার বিকাশের মাধ্যমে রাষ্ট্রে একটি ন্যায়ভিত্তিক ও সমতার প্রতিষ্ঠায় কাজ করছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের "অপরাধ":** তিনি বলেন, "৫ আগস্টের পূর্বে জীবন ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম ও টর্চার সেল অপসারণ করা ছিল আমাদের অন্যতম অপরাধ।" হাসনাত অভিযোগ করেন যে বর্তমান রাজনৈতিক বন্দোবস্তের নানা অন্যায়কে সমালোচনা করায় তাদেরকে "কিশোর গ্যাং" হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
অভিযোগ ও প্রত্যাশা: তিনি বিরোধী দলের ১৬ বছরের সংগ্রামকে স্মরণ করিয়ে দেন এবং ফ্যাসিবাদ বিরোধী অবস্থান আরও দৃঢ় করার আহ্বান জানান। সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন বক্তব্যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ন্যায়ের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সঞ্চালনা ও উপস্থিতি: সমাবেশটি পরিচালনা করেন হাবিপ্রবি’র শিক্ষার্থী সানজিদা পারভীন রিপা। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মো. সুজন রানা, তোফাজ্জল হোসেন তপুসহ বিভিন্ন ছাত্রনেতারা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স