ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হচ্ছে শহীদ নাফিজের দেহ বহনকারী রিকশা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৯:৫১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৯:৫১:৪৯ অপরাহ্ন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হচ্ছে শহীদ নাফিজের দেহ বহনকারী রিকশা
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ গোলাম নাফিজের স্মৃতি চিহ্ন হিসেবে তাঁর দেহ বহনকারী রিকশাটি বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবনে হস্তান্তর করা হয়েছে। এই রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে, যেখানে বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন সংরক্ষিত হয়। শহীদ নাফিজের এই রিকশা জাতির জন্য এক দুঃখের প্রতীক, যা আজও বৈষম্যবিরোধী সংগ্রামের গল্প বলছে।

উপদেষ্টার উপস্থিতি এবং সম্মাননা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম গণভবনে রিকশাটি পরিদর্শন করেন। রিকশাচালক নূর মোহাম্মদকে সাহসিকতার জন্য তিনি ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, "শহীদ নাফিজের মতো সাহসী প্রাণ আমাদের সংগ্রামকে আরো প্রেরণা যোগায়।"

রিকশার অনুসন্ধান ও সংগ্রহ: গত ৫ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় "নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূরু" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে উপদেষ্টা নাহিদ ইসলাম রিকশাটি খুঁজে বের করার জন্য নির্দেশ দেন। এরপর রিকশাচালক নূর মোহাম্মদ জানায় যে তিনি রিকশাটি লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে ৩৫ হাজার টাকায় বিক্রি করেছিলেন। পরে কায়সার এই রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদান করার ইচ্ছা প্রকাশ করেন এবং এভাবে ঐতিহাসিক স্মৃতিচিহ্নটি রাষ্ট্রীয় সংরক্ষণে আসে।

শহীদ নাফিজের আত্মত্যাগ: উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। তাঁর শেষ মূহুর্তে রিকশাচালক নূর মোহাম্মদ তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। শহীদ নাফিজের স্মৃতি রক্ষা করার জন্য এই রিকশাটি আজ দেশের জন্য এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

জাতির হৃদয়ে স্থায়ী স্মৃতিচিহ্ন: শহীদ নাফিজের এই রিকশা গণভবনের মাধ্যমে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত থাকবে, যা তরুণ প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ