ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে শিয়ালের আক্রমণে নারীসহ আহত ১৪, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১০:৪১:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১০:৪১:২৯ পূর্বাহ্ন
দিনাজপুরে শিয়ালের আক্রমণে নারীসহ আহত ১৪, আতঙ্কে স্থানীয়রা
দিনাজপুর সদর উপজেলায় শিয়ালের আক্রমণে ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার উথরাইল ইউনিয়নের বেঙ্গুনদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, শিয়ালের আক্রমণে আহত পুর্নিমা রায়সহ অনেকে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে শিয়ালের আক্রমণের শিকার হন।

পুর্নিমা রায় জানান, তার বাড়ির সামনে একটি শিয়াল ছাগলকে তাড়া করলে তিনি সেটি উদ্ধার করতে গেলে শিয়াল তার দুই হাতের কনুইয়ের মাংস ছিঁড়ে ফেলে। এই আক্রমণে রামপুর বেঙ্গুনদিঘী এলাকার মানিক রায়, বকুল রায়, লিটন রায়, ধনঞ্জয় রায়, হৃদয় রায়সহ আরও কয়েকজন আহত হন।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ সোহেল রানা জানিয়েছেন, শিয়ালের আক্রমণে আক্রান্তদের মধ্যে কয়েকজন ক্যাটাগরি-৩ পর্যায়ের রোগী হওয়ায় এআরভি ও আরআইজি ভ্যাক্সিন দেওয়া প্রয়োজন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি দিন গড়ে ৯০-১০০ জন শিয়াল, কুকুর ও বিড়ালের আক্রমণে আহতদের জন্য টিকা নিচ্ছেন। তবে হাসপাতালে আরআইজি ভ্যাক্সিনের সংকটের কারণে অনেক রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

এমন আক্রমণ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ